চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি পাহাড়ী এলাকা থেকে ৩২ বছর বয়সী এক আদিবাসী যুবকের লাশ সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।গত রাতে ধোপাছড়ি- বান্দরবান যোগাযোগ সেতুর মধ্য থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা মতে, কিছুদিন আগে ওই আদিবাসী যুবককে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় এক ব্যক্তি নদীতে লাশটি ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করে। খবর পেয়ে পুলিশের একটি টিম দুই হাঁটু গাছের ছালের সাথে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।
এ বিষয়টি নিয়ে, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, চন্দনাইশ থানা অংশের শঙ্খ নদী থেকে উদ্ধার করা ওই যুবকের লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দেহের অবয়ব দেখে মনে হচ্ছে আদিবাসী। লাশটি ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার নুরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নিবে বলে জানান।
জে-আর
Leave a Reply