কর্ণফুলী উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ২ নভেম্বর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর জানান, এ উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিলে আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর। এরআগে ২০১৭ সালের ২০ আগস্ট উপজেলা গঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

চারটি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত কর্ণফুলী উপজেলাকে গত ১৬ আগস্ট ৮টি ইউনিয়নের রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ মে ২০১৬ কর্ণফুলী উপজেলার পথচলা শুরু। এর আয়তন ৫৫ দশমিক ৩৬ বর্গকিলোমিটার। প্রায় সাড়ে তিনশ কোটি টাকা ব্যয়ে সরকার কর্ণফুলী উপজেলা কমপ্লেক্স নির্মাণ করছে। সরকারের নানা উন্নয়ন নীতি এবং ভূমিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রচেষ্টায় বদলে যাচ্ছে কর্ণফুলী নদীর তীরের এই উপজেলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *