রিদুয়ান এর সঙ্গে বিয়ের মাত্র দেড় বছরও ঠিকভাবে পেরোয়নি। দেড় বছর পূর্বে কলিজার টুকরো ছিল। স্বামীর অজান্তে রুমী পরকিয়া করতো বিভিন্ন জনের সঙ্গে। এ কারণে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি ও কলহ বিরাজমান ছিল। এমন তথ্য দিয়েছে গ্রেফতারের পর র্যাব সেভেনের দফতরে। কিন্তু রুমি বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় এবং কথিত প্রেমিকদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এমন ঘটনায় মামলাও হয়েছে। জেলে গিয়েছে রুমি। জেল থেকে জামিনে বেরিয়ে আবারও একই চরিত্রে ফিরে গেছে রুমি। এতে প্রতিবন্ধকতা স্বামী। শেষে সেই স্বামীকে হত্যা করলো পাষন্ড স্ত্রী রুমি আক্তার(২৫)।
র্যাব সেভেন সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর রুমি আক্তার অনৈতিক কর্মকান্ডের একটি মামলায় জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে সে আবারো বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় এবং কথিত প্রেমিকদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রুমি আক্তারের সাথে তার স্বামীর এসব বিষয় নিয়ে প্রায় সময়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকত। রুমি আক্তার তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে গত বছরের ২৭ ডিসেম্বর। তাকে খাটের উপর কম্বল দিয়ে ঢেকে রেখে বাইরে হতে দরজা বন্ধ করে পালিয়ে যায় রুমি। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে রিদুয়ানের মা-বাবা এবং আত্মীয় স্বজন উক্ত ঘর হতে মৃত অবস্থায় উদ্ধার করেন রিদুয়ানকে। রুমি স্বামী রিদুয়ান হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় একজন জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন(মামলা নং-১৯, তারিখ ৩১/১২/২০২২)
আরো জানা গেছে, রুমিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে র্যাব। নজরদারীর এক পর্যায়ে র্যাব-৭, নিশ্চিত হয় রুমি আক্তার চট্টগ্রাম জেলার মিরসরাইস্থ মিঠাছড়া এলাকায় একটি ফ্লাট বাড়িতে রয়েছে। গত ১১ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রুমি আক্তার (২৫)কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দাম্পত্য কলহের জের ধরে সে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রুমিকে পেকুয়া থানায় সোপর্দ করা হয়েছে।
২৪ঘণ্টা.জেআর
Leave a Reply