আজ ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেলের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন সোহেলের ৩য় মৃত্যু বার্ষিকী আজ।
২০১৭ সালের ১৭ মে নগরীর বাদশা মিয়া সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম জালাল উদ্দীন সোহেল ছিলেন ছাত্রদলের তৃণমূল পর্যায়ে খুবই জনপ্রিয় ও মেধাবী একজন ছাত্রনেতা। স্কুল জীবন থেকে ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়া এই ছাত্রনেতা ইউনিট পর্যায় থেকে পর্যায়ক্রমে মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন আমৃত্যু।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, নগর ছাত্রদলের অন্যতম মেধাবী ও দূরদর্শী ছাত্রনেতা ছিলো সোহেল। সে ছাত্রদলের পাশাপাশি অন্যান্য সহযোগী সংগঠনও জোরালো ভূমিকা পালন করতো। আমার দেখা নগর ছাত্রদলের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক ছিলো সোহেল। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
নগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর বলেন, সোহেল ছিলো একজন সফল ছাত্রনেতা। সে সবসময় দল ও সংগঠনের কথা সর্বাগ্রে চিন্তা করতো। এক কথায় দল পাগল। তার মতো ছাত্রনেতা কদাচিৎ জন্মায়।
এদিকে জালাল উদ্দীন সোহেলের মৃত্যুবার্ষিকী করোনার কারণে যথাযথভাবে পালন করতে পারছে না নগর ছাত্রদল।
এ প্রসঙ্গে জানতে চাইলে নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল বলেন, আমরা মরহুম ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেল ভাইয়ের মৃত্যুবার্ষিকী করোনার জন্য যথাযথ ভাবে পালন করতে পারছি না, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবুও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সীমিত পরিসরে। এছাড়াও নগরীর বিভিন্ন স্পষ্টে ঐ দিন নগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। সবাইকে নিজনিজ অবস্থানে থেকে মরহুম ছাত্রনেতা জালাল উদ্দীন সোহেল ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করতে বলা হয়েছে।
এ ব্যাপারে তাঁর বড়ভাই জামাল উদ্দিন বাবু ফেইসবুকে স্ট্যাটাসদিয়ে লিখেন, পরিবারের সকল আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী এবং শহীদ এস এম জালাল উদ্দিন সোহেলের সকল বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভাকাঙ্খী এবং তার রাজনৈতিক জীবনের সকল স্তরের নেতা-কর্মী, সহযোদ্ধা সহ সকলকে যার যার অবস্হানে থেকে তার জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানানো হচ্ছে। দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় জীবনের ঝুকিঁ এড়াতে সবাইকে কোনোরকম জমায়েত না করে নিজ অবস্হানে থেকে দোয়া করার অনুরোধ রইল। গণজমায়েত করে অনুষ্ঠান করতে গিয়ে কারো জীবন ঝুকিঁতে পড়ুক আমরা তা চাইনা।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন