চট্টগ্রামে নতুন আরও ১৭৮ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ৫৭৬৩

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৭৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৩ জন এবং উপজেলাগুলোতে ৭৫ জন। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ৭৬৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য শহরে ৩ এবং উপজেলায় ১ জনের করোনায় মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৯ টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯ জন এবং উপজেলায়া ৩৪ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫০ টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫৯ জন এবং উপজেলায়া ০৪ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৭ জন এবং উপজেলায়া ১৮ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫ জন এবং উপজেলায়া ১৬ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত ব্যাক্তি উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৭৯৬ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৭৬৩ জন। এর মধ্যে নগরে ৩৯৬১ জন এবং উপজেলায় ১৮০২ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: সাতকানিয়া ৭, বাঁশখালী ২, আনোয়ারা ৫, চন্দনাাইশ ৩, পটিয়া ১, বোয়ালখালী ১৬, রাউজান ১৭, ফটিকছড়ি ১, হাটহাজারী ১২ এবং সীতাকুণ্ড ১১ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১০১ এবং উপজেলায় ৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩৮ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন