খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

পতেঙ্গায় রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
পতেঙ্গায় রিকশার ওপর কন্টেইনার পড়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর কন্টেইনার পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চলন্ত লরি থেকে পাশ দিয়ে যাওয়া রিকশার ওপর কনটেইনার ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।

ক্রেন এনে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধারকাজে ছুটে আসেন নৌ-বাহিনী, বিমান বাহিনী ও পুলিশের সদস্যরা।

দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হওয়ার সময় হঠাৎ একটি বড় কন্টেইনার রিকশার ওপর পড়ে গেলে এ ঘটনা ঘটে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Feb2