শর্মি ইসলামের ‘সখি গো আমার মন ভাল না’ শীঘ্রই মুক্তি পাবে

জনপ্রিয় গান ‘সখি গো আমার মন ভালা না’ গানের শিরোনামটি সবার মুখেই কমবেশি শোনা যায়। গানটির দর্শকপ্রিয়তার রেশ ধরে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন উত্তম অধিকারী। আর এতে মডেল হয়েছেন শর্মী ইসলাম সাথে ছিলেন নির্মাতা উত্তম অধিকারী ও মিজানুর রহমানসহ অনেকে।
একই নির্মাতার পরিচালনায় রোমান্টিক কমেডি ঘরানার নাটক ‘পাথর বাবা’র শুটিংও শেষ সম্পন্ন করেছিন শর্মি।
রামপুরার আফতাবনগরে মনোরম পরিবেশে নাটক ও মিউজিক্যাল ফিল্মের দৃশ্য ধারন সম্পন্ন হয়।
এ বিষয়ে মডেল ও অভিনেত্রী শর্মী বলেন, যে মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছি গানটি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়েছে পাশাপাশি একটি রোমান্টিক নাটকে কাজ করলাম। আমার খুবই ভালো লেগেছে, আশা করছি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
মিউজিক্যাল ফিল্ম এবং নাটকটির কাজ সম্পন্ন হলে অনলাইন প্ল্যাটফর্ম ইউকে ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন