বোয়ালখালীতে ফাঁকা গুলি বর্ষণের দাবি, মারধরে আহত শ্রমিক

২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে চাঁদা চেয়ে কর্ণফুলী নদীর ভাঙ্গনরোধে সিসি ব্লকের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
ফাঁকা গুলি বর্ষণ ও এক নির্মাণ শ্রমিককে মারধর করে আহত করার দাবী করছে ঠিকাদরী প্রতিষ্ঠানটি। আহত নির্মাণ শ্রমিক মাসুদ আহমদ (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম। তিনি অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানটি কৃষকদের ফসল নষ্ট করে ব্লক নির্মাণ কাজের প্রতিবাদ করায় উল্টো হামলা চালিয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব চরণদ্বীপ ইউনিয়নের ঘাটিয়াল পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান মোস্তফা এন্ড সন্সের দায়িত্বরত ব্যবস্থাপক মো. আবদুল মন্নান বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, রবিবার সকাল ১১টার দিকে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলমের নেতৃত্বে একদল লোক ঘাটিয়াল পাড়া এলাকার ব্লক নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন।
কাজ শুরু করতে হলে ১০লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায় তারা। এতে কর্ণপাত না করায় তারা হামলা চালিয়ে এক নির্মাণ শ্রমিককে মারধর করে। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেন।
এছাড়া শ্রমিকদের মাঝি আকবরের ১টি মোবাইল সেট, ৩ লক্ষ টাকা মূল্যের ৮৫০ টি সরকারী জি.ও ব্যাগ ও নগদ সাড়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় ।
এ বিষয়ে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, এ পর্যন্ত ইউপি চেয়ারম্যান কারো কাছ থেকে চাঁদা চেয়েছে এমন রের্কড নেই। তিনি জানান, কৃষকদের কৃষি জমিতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্লক নির্মাণ কাজ করছিলো।
বিষয়টি নিয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দিলে তা সরজমিনে পরিদর্শন করতে যায়। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত মন্নান ও তার লোকজন হামলা চালায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, এ ধরণের কোনো অভিযোগ পায়নি।
আপনার মতামত লিখুন