চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণ: ২ পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

চট্টগ্রাম মহানগরীর ষোলশহরের দুই নম্বর গেট মোড় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিক, পথচারী জাহিদ বিন জাহাঙ্গীর, মো. সুমন ও দশ বছরের এক শিশু। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হামলার ইতিপূর্বে ঢাকায় পুলিশ বক্সে নব্য জেএমবির বোমা হামলার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম সাংবাদিকদের বলেন, প্রথমে আমরা মনে করেছিলাম বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে মনে হচ্ছে বিস্ফোরণ। এটি পুলিশ বক্সের ভেতরে কেউ রেখে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে এই বিস্ফোরণকে নাশকতা বলে উল্লেখ করেন আমেনা বেগম।
বিস্ফোরণের পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট, ডিবির বোম্ব ডিসপোজাল ইউনিট, পিবিআই এবং সিআইডির একাধিক টিম ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় বিস্ফোরণের রহস্য উন্মোচন চেষ্টার পাশাপাশি আলামত সংগ্রহ।
প্রাথমিক বিয়ারিংয়ের বলসহ কিছু আলামত সংগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনী।
এদিকে সম্প্রতি ঢাকায় ২টি পুলিশ বক্সে হামলার সাথে এই বিস্ফোরণের মিল থাকতে পারে সন্দেহে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমকে চট্টগ্রামে তলব করা হয়েছে।
আপনার মতামত লিখুন