বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও মানুষের ভাষা বোঝেন:রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মনের ভাষা বুঝতে পেরেছেন। যার কারণে ১৯৭১ সালে বাংলার ৭ কোটি মানুষের প্রাণের দাবি বুঝতে পেছেন। বাঙালীকে ঐক্যবদ্ধ করে এনে দিয়েছিলেন একটি দেশ, একটি পতাকা। বঙ্গবন্ধু যেমন সহজেই বুঝে যেতেন সাধারণ মানুষের মনের ভাষা, ঠিক তেমনিভাবে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষের মনের ভাষা বুঝেন। তাই তিনি খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। রোববার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পিনাকী দাশের সভাপতিত্বে সহ-সভাপতি আকরাম হোসেন সবুজের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, বাংলার মানুষকে উন্নত জীবন ও সুখী সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই সরকারের আমলে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে বঙ্গবন্ধুর কন্যা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার কোন বিকল্প নেই।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, শওকত ওসমান, খাইরুল ইসলাম ককসি, দেওয়ান মাকসুদ, ইঞ্জিনিয়ার সাদেক মোহাম্মদ চৌধুরী, মমতাজ খানম, হাসিনা আকতার টুনু, প্রকৌশলী প্রবীর কুমার সেন, নাজমুল হক ডিউক, জাহেদা বেগম পপি প্রমুখ।
যুব সমাজকে সুপথে আনতে শিক্ষকদের ভূমিকা অপরীসিম
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সাথে মতবিনিময়কালে রেজাউল করিম চৌধুরী বলেন, শিক্ষিতের হার কম থাকায় এক সময়ের তলা বিহীন ঝুড়ি খ্যাত বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর। সুন্দর সমাজ ও দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে খেলাধুলার সুব্যবস্থা না থাকায় যুবক বিপদগামীর পথে পা বাড়াচ্ছে। যুব সমাজ ধ্বংস হয়ে গেলে থমকে যাবে এই দেশের উন্নয়ন, নেতৃত্ব শুন্যতায় পড়বে দেশ। তাই যুব সমাজকে সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে জীবন গঠনে শিক্ষকদের গুরুত্ব অপরীসিম।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক ইউনুছ মিয়া,অধ্যাপক সুকুমার দত্ত, অধ্যাপক সুজিত কুমার দাশ, অধ্যক্ষ আবু মোহাম্মদ, অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, উপাধ্যাক্ষ সৈয়দ আহম্মদ প্রমুখ।
আপনার মতামত লিখুন