২৪ ঘণ্টায় স্পেনে ৫৫২ জনের মৃত্যু,মোট ৫৬৯০

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। এই ভাইরাসের আক্রমনে ইউরোপের দেশ স্পেনের অবস্থা খুবই নাজেহাল। গত কয়েক সপ্তাহে করোনার প্রকোপে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন।প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এদিকে, দেশটিতে গত একদিনে মারা গেছেন আরও ৫৫২ জন। এ নিয়ে সেখানে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ হাজার ২৮৫ জন।
চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারী। এ পর্যন্ত বিশ্বে ৬ লাখ ১৪ হাজার ১৫৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৮ হাজার ২৩৯ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩৭ হাজার ২৭১ মানুষ।
আপনার মতামত লিখুন