একদিকে করোনা অন্যদিকে পেটের করুণায় মানুষের জীবন হুমকির মুখে:শাহেদ

নগরীর ৪ নং চান্দগাঁও, ২৩, ১৪ ওয়ার্ড এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন মুহাম্মদ শাহেদসহ নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় ১৫০ মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
আজ রোববার (১৯ এপ্রিল) নগরীর ৪ নং চান্দগাঁও, ২৩, ১৪ ওয়ার্ড এলাকায় তিনি ত্রাণ বিতরণ করেন।
এই সময় মুহাম্মদ শাহেদ বলেন,নিত্যপণ্যেরবাজার প্রতিনিয়ত উর্ধমুখী মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্ম্যে সাধারণ মানুষ দিশেহারা। লুটপাট বন্ধ করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে এসময় তিনি প্রশাসনকে অনুরোধ করেন। একদিকে করোনা অন্যদিকে পেটের করুণার জ্বালায় মানুষের জীবন হুমকির মুখে।
তিনি ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের প্রয়োজনীয় জীবন সুরক্ষা সামগ্রী ব্যতীত করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
এসময় উপস্হিত ছিলেন, নগর যুবদলের সি.যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ-সাংগঠনিক আতিকুর রহমান, সহ-সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, এরশাদ, আলী আসমান ৪নং ওয়ার্ড আহবায়ক আবু বক্কর বাবু, মিনহাজ, মিজান, ফারুক, শাহজাদা, মুন্না, রহিম, শরীফ প্রমুখ।
আপনার মতামত লিখুন