করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক খোকন মারা গেছেন

করোনা উপসর্গ নিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
হুমায়ুন কবির খোকন রাত ১০টার কিছুক্ষণ পর মারা যান বলে রিজেন্ট হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি৷ করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
হুমায়ুন কবির খোকন শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ার পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকন সংবাদ মাধ্যম ‘সময়ের আলো’র প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ‘আমাদের নতুন সময়’ এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদ কর্মীদের মধ্যে তার নাম অগ্রগন্য। হুমায়ুন কবির খোকনের জন্ম ১৯৭৩ সালের পহেলা সেপ্টেম্বর। মৃদুভাষী ও সদালাপী খোকন তার সহকর্মীদের কাছে ছিলেন খুবই প্রিয় এক সহকর্মী।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন