লকডাউনে বাড়ি ফেরার তাড়া, একদিনে দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ শ্রমিক

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে বেকায়দায় ভারতের ভিন্ন রাজ্যের শ্রমিকরা। লকডাউনে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে আছেন ম্রমিকরা। বাড়ি ফেরার এ তাড়াতেই ভারতে একদিনেই পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন ভিন্ন রাজ্যের শ্রমিক।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর ভারতে কানপুরের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনাযর পর এবার মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি হলেন আরো ৮ পরিযায়ী শ্রমিক। আহত হয়েছেন ৫৪ জনেরও বেশি।
বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। করোনা ভাইরাস লকডাউনের কারণে, উত্তরপ্রদেশের মহারাষ্ট্রের মুম্বইতে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিক তাঁদের উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন।
অন্যদিকে খালি বাসে চালক ও সহকারী নিয়ে মধ্যপ্রদেশের গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল একটি বাস। গুনায় বাইপাসের উপর দ্রুতগামী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শ্রমিকের। আহত হয়েছে ৫৪ জনেরও বেশি শ্রমিক।
তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা বলে জানা গেছে।
একই দিন আরেকটি দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুজফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, লকডাউনের মধ্যেই এই পরিযায়ী শ্রমিকরা পঞ্জাব থেকে হেঁটে বিহারের গোপালগঞ্জে নিজেদের বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বাসে কোনও যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই পালিয়েছে বাস চালক।
বিগত কয়েকদিনে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে, ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে মালগাড়ির ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। মহারাষ্ট্রে আউরঙ্গাবাদে রেললাইনের ওপর ঘুমাচ্ছিলেন এসব শ্রমিকরা।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
আপনার মতামত লিখুন