দেশে করোনায় প্রথম নার্সের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) চিকিৎসকদের পাশাপাশি সম্মুখযোদ্ধা হিসেবে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সেবা দিচ্ছেন অসংখ্য নার্স। ইতিমধ্যে করোনায় আক্রান্ত প্রায় ৭০০ নার্সের মধ্যে দেশে এই প্রথম শেফালী রানী দাস (৫০) নামে এক নার্সিং অফিসার মারা গেছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্বামী, সন্তান, পরিবার পরিজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির পক্ষ থেকে সভাপতি নাছিমুল হক ইমরান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মতামত লিখুন