স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ-জামাত অনুষ্ঠিত হবে:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন পবিত্র ঈদ-উল-ফিতরে নগরবাসীর প্রতি অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে মুসলিম উম্মাহ, দেশবাসী ও বিশ্বমানবতার কল্যাণ শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি এবং মহান আল্লাহতায়ালার কাছে প্রাণ-প্রকৃতির সুরক্ষা কামনা করেছেন।
তিনি এক বার্তায় বলেছেন, বিশ্বব্যাপী এক অজানা, অচেনা ও অদৃশ্য প্রাণঘাতি অনুজীব তথা করোনা সংক্রমণের অপ্রতিরোধ্য বিস্তারের অশুভ থাবার মধ্য দিয়ে মাহে রমজান শেষে ঈদ-উল-ফিতরে খুশী-আনন্দ-মহামিলন উৎসবের ঐতিহ্যগত প্রাণ-মুখরিত আবেগ-অনুভূতির ঐশ্বর্য ও গরীমা হারিয়ে গেছে। কারণ পৃথিবী আজ গভীর অন্ধকারাচ্ছন্ন, মানুষ ও প্রাণ প্রকৃতির অবস্থা সংকটাপন্ন। তার উাপর যুক্ত হয়েছে সুপার সাইক্লোন আম্পানের ভয়াবহ ছোবল। এতে যথেষ্ট ক্ষয়-ক্ষতি হয়েছে এবং করোনা থাবার সাথে আরেকটি প্রাকৃতিক অপঘাতের যন্ত্রণায় মানুষ কাতর। তারপরও আশার আলো অবশ্যই দেখতে হবে। তবে স্রষ্টার ইচ্ছায় জীবন প্রবহমান এবং এই জীবন রক্ষা-ই আমাদের আরাধ্য। জীবন রক্ষায় জীবিকা হলো অক্সিজেন। আজকের এই অদ্ভুত আধার একদিন কেটে যাবেই। কারণ স্রষ্টা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন। তিনি আমাদের রক্ষা করবেন। তাঁর প্রতি ভরসা,আস্থা ও নিখাদ আনুগত্যই মুক্তির বার্তা বয়ে আনতে পারে। আমরা আবার আলো ঝলমল পৃথিবীতে ফিরে যাবো এবং করোনা-পূর্ব অর্থনৈতিক সক্ষমতার আলোকিত অধ্যায়ে আবার ফিরে যাবো-এই হোক পবিত্র ঈদ-উল-ফিতরে আমাদের সকলের সম্মিলিত প্রত্যাশা।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর বার্তায় উল্লেখ করেন যে, সরকারি নির্দেশনানুযায়ী এবার করোনা সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতির কারণে এবার নগরীতে কোন খোলা জায়গায় ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। তবে মসজিদগুলোতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রত্যক্ষ তদারকিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
তিনি আরো উল্লেখ করেন যে, মসজিদ কর্তৃপক্ষকে ঈদ জামাতের আয়োজনে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে যে নির্দেশনা দেয়া হয়েছে তা অবশ্যই অনুসরণ করতে হবে।
তিনি সম্মানিত মুসল্লীগণকে মাস্ক পরিহিত অবস্থায় সম্ভব হলে নিজ নিজ জায়নামায হাতে নিয়ে মসজিদে প্রবেশের অনুরোধ জানান। মসজিদ পরিচালনা কর্তৃপক্ষকে মসজিদের ফ্লোর জীবাণুনাশক দিয়ে পরিস্কার করারএবং মুসল্লীদের জন্য সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা ও স্যানিটাইজার রাখার অনুরোধ জানান।
একই সাথে সামাজিক দূরত্ব মানার স্বার্থে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যাপারে সংশ্লিষ্ট মসজিদ কমিটি সমূহের দৃষ্টি আকর্ষণ করেন।
বিভিন্ন সংগঠনের মাঝে ভোগপন্য বিতরন
সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার -মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ . ম. নাছির উদ্দীন বলেছেন, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তখন আমাদের সমাজের কিছু মানুষ বিপদ সঙ্কুল পরিবেশে পতিত হয়ে অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি প্রয়োজন তাদের সহযোগিতার। বর্তমানে সারা দেশে মহামারি ও দূর্যোগের কারনে মানুষের অর্থনৈতিক অবস্থা দূরহ হয়ে পড়েছে। এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ নিম্নজীবীর লোকজন। এ অবস্থায় সরকার নানাভাবে দুর্গতদের পূনর্বাসনের ব্যবস্থা করছে। এই কঠিন সময়ে আপামরদের পাশে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে আসা অতীব জরুরী এবং মানবিক।
তিনি বলেন, একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমন প্রত্যাশা আমাদের। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। সমাজের সামর্থবানদের সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার।
আজ সকাল থেকে বিভিন্ন শ্রেনী পেশার সংগঠনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রীসহ সাবান, মাক্স তুলে দেয়ার সময় মেয়র এসব কথা বলেন।
অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন: নগরীর আমবাগানস্থ শহীদ শাহজাহান মাঠে স্কুলে অটো রিক্সা ড্রাইভার এসোসিয়েশন এর ২শ অস্বচ্ছল শ্রমিক পরিবারের মাঝে সিটি মেয়র ভোগ্যপন্য উপহার তুলে দেয়ার সময় সংঠনের সভাপতি নুরুল আমিন, মো. রহমান. মো. নুরুল হক, মো. নুরুন্নবী, মোহাম্মদ লেদু, মোহাম্মদ বাবুল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন : নগরীর পাহাড়তলী কলেজে বালাদেশ হালকা মোটরজান চালক শ্রমিক ইউনিয়ন ৫শ শ্রমিকদের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মোহাম্মদ কাজল, নির্মাণ শ্রমিক ইউনিয়নের কে এম শহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
কিন্ডার গার্টেন স্কুল কর্মচারী : নগরীর টাইগারপাসস্থ বিন্নঘাস চত্বরে কিন্ডারগার্টেন স্কুল কর্মচারাীর ৩শ পরিবারের মাঝে ভোগ্যপন্য বিতরণকালে মিজানুল ইসলাম, কামরুল ইসলাম, শুকলাল বড়ুয়া, শাহাজান ইসলাম, মোকতার হোসেন, লুবনা হুমায়ুন উপস্থিত ছিলেন।
রৌফাবাদ বাংলাদেশ হাউজিং সোসাইটি : জাতীয় বাংলাদেশ শ্রমিকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সফর আলী,জাবেদুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান, মোহাম্ম ফজলু, মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।
চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী : চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী পরিবারের মাঝে ৫শ ভোগ্যপন্য উপহার সামগ্রী বিতরণকালে সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাইফুদ্দিন মোহাম্মদ, আবুল কাশেম ও মোর্শেদ উদ্দিন উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন