চট্টগ্রাম নতুন ১৭৯ জন সহ আক্রান্ত বেড়ে ৫৫৮৫

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৭৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১২৩ জন এবং উপজেলাগুলোতে ৫৬ জন। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ৫৮৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম শহরে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ২৯ জন। এর মধ্যে নগরের ১৭ জন ও বিভিন্ন উপজেলার ১২ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮১ টি নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৩ জন এবং উপজেলায়া ১৬ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৪২ টি নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৫১ জন এবং উপজেলায়া ০৩ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৮ জন এবং উপজেলায়া ১২ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই উপজেলার বাসিন্দা।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত ব্যাক্তি উপজেলার বাসিন্দা।
বুধবার (১৭ জুন) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৭৮৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৫৮৫ জন। এর মধ্যে নগরে ৩৮৫৮ জন এবং উপজেলায় ১৭২৭ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ৫, রাঙ্গুনিয়া ১০, ফটিকছড়ি ৫, হাটহাজারী ২৬, সীতাকুণ্ড ৬ এবং মিরসরাই ৪ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৯৮ এবং উপজেলায় ২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৭ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন