চট্টগ্রামে করোনা আক্রান্ত বেড়ে ১১৯৩১,নতুন শনাক্ত ১৬৭

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৬৭ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১০৯ জন এবং উপজেলাগুলোতে ৫৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৯৩১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নগরে এক জন মৃত্যুবরণ করেছেন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬ টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৩ জন এবং উপজেলায় ৫ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০৫ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং উপজেলায় ৬ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫০টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৩ জন এবং উপজেলায় ২২ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায় ৮ জন।
শেভরণ ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ১২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষায় উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৯৬৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৬৭ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১১৯৩১ জন। এর মধ্যে নগরে ৮২৯৯ জন এবং উপজেলায় ৩৬৩২ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : লোহাগাড়া ১, বাঁশখালী ৪, আনোয়ারা ১, চন্দনাইশ ৫, বোয়ালখালী ৪, রাঙ্গুনিয়া ৪, রাউজান ১১, ফটিকছড়ি ১১, হাটহাজারী ৫, মিরসরাইয় ১০ এবং সীতাকুণ্ড ২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২১৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৪ এবং উপজেলায় ৬৩ জন। এছাড়া নতুন ১৬ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪৩০ জন।
২৪ ঘণ্টা/এম আর
আপনার মতামত লিখুন