একমাসেও আসামী আটক না হওয়ায় সীতাকুণ্ডে জেলে সম্প্রদায়ের ক্ষোভ

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি : এলাকায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ আসামীকে খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকার জেলে সম্প্রদায়।
এলাকার ইয়াবা ব্যবসায়ী ও মাদক সেবনকারী জৈনক রাসেল কর্তৃক জেলে সম্প্রদায় ও এলাকার নিরীহ সাধারণকে মারধর,হত্যার হুমকি এবং হয়রানী করার অভিযোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ জাহানাবাদ এলাকার জেলে সম্প্রদায়ের দায়ের করা মামলার এক মাসের অধিক সময় পরও পুলিশ আসামীকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জেলা সম্প্রদায়সহ এলাকাবাসী।
রাসেল প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছেনা। এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। আসামী রাসেল প্রতিনিয়ত জেলেদের হুমকী প্রদান, মামলা প্রত্যাহার করার জন্য চাপসৃষ্টি করছে বলে জেলে সম্প্রদায়ের লোকজন অভিযোগ জানিয়েছে।
উল্লেখ যে, গত ১৮ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় জেলে সস্প্রদায় ও এলাকাবাসী রাসেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধনের আয়োজন করে। এতে প্রায় দুই শতাধিক জেলে সম্প্রদায় এবং এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন রায় এবং মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক এর কাছে স্মারকলিপি প্রদান করে এবং ঐদিনই রাসেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
মানববন্ধন চলাকালে উপস্থিত হয়ে রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জেলেদের আশ্বস্ত করেন মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা।
জানা যায়, মাদামবিবিরহাট জাহানাবাদ এলাকার ফৌজদার বাড়ীর মোঃ রফিকের পুত্র মোঃ রাসেল এলাকার একজন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী। সে প্রতিদিন নিরীহ জেলেদের কাছ থেকে চাঁদা দাবী করে এবং চাঁদা না ফেলে তাদেরকে মারধর করে। সে বিভিন্ন সময়ে জেলেদের কাছ থেকে জোরপূর্বক মাছ কেড়ে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকি এবং ইয়াবা দিয়ে ফাঁসানোর হুমকী দেয়।
মামলার বাদী মোঃ বাদশা আলম বলেন, রাসেলের বিরুদ্ধে মামলা করার একমাসের অধিক সময় পার হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করেনি। সে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জেলে সম্প্রদায়সহ সবাইকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে।
কাজলী জল দাশ বলেন, রাসেলের আত্যাচারে আমরা অতিষ্ঠ। তার বিরুদ্ধে মানববন্ধন করার পর থেকে সে আমাদেরকে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে সে আমাদেরকে দেখে নেবে বলে হুমকি দিচ্ছে।
বকুল জল দাশ বলেন, রাসেলের বিরুদ্ধে আমরা মানববন্ধন করে তারপর মামলা করেছি। ওসি সাহেব আমাদেরকে বলেছে তাকে গ্রেফতার করবে। কিন্তু এতদিন পরও তাকে গ্রেফতার করেনি। সে আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব বলেন, আসামী রাসেলকে ধরার জন্য অভিযান চলছে। ইতোমধ্যে তাকে ধরার জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে কিন্তু সে পালিয়ে থাকায় ধরা যাচ্ছে না। মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আসামীকে গ্রেফতার করার অভিযান চলছে, শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।
২৪ ঘণ্টা/মাসুদ
আপনার মতামত লিখুন