দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণের বার্ষিক সাধারণ সভা ২০২০ নগদ অর্থ বিতরণ, নৈশ ভোজ অনুষ্ঠান শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্টিত হয়।
দক্ষিণ রাউজানের দি কিং অব নোয়াপাড়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে
পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকাশ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, সমাজসেবক ফারাজ করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি ইরফান আহমদ চৌধুরী, পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ,লায়ন সাহাবুদ্দিন আরিফ,ভূপেশ বড়ুয়া,বি এম জসিম উদ্দিন হিরু,প্রিয়তোষ চৌধুরী, আব্দুল জব্বার সোহেল,রোকন উদ্দিন,তসলিম উদ্দিন চৌধুরী,এডভোকেট সমীর দাশ গুপ্ত, বাবুল মিয়া মেম্বার।উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মনিরুল ইসলাম, মফজল হোসেন,জসিম উদ্দিন,সুজিত দাশ মিন্টু, স্বপন চৌধুরী, সারজু মোঃ নাছের,আনোয়ার হোসেন, সেকান্দর হোসেন, জাহেদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন,মোঃ আসিফ, সাইদুল ইসলাম, চন্দন কুমার বিশ্বাস, তপন চক্রবর্তী, অধ্যাপক রুপন ধর, জ্যোতিস্ময় চৌধুরী কাজল,সুভাষ কান্তি দে,উজ্জ্বল মহাজন বরুন, বিশ্বজিত চৌধুরী,কমল চক্রবর্তী,অজিত বিশ্বাস, খোকন চন্দ্র সেন, সিদ্ধার্থ চৌধুরী বাবু, শ্যামল বিশ্বাস ডেলটা, উদয় দত্ত অর্ক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা রুবেল বৈদ্য, প্রণব দাশ, সৈকত তালুকদার, চম্পক মিত্র, পিন্টু বিশ্বাস, চট্রেশ্বর ভট্রাচার্য্য, রিনা দত্ত,সঞ্চিতা মল্লিক দত্ত, কাজল চক্রবর্তী, সুজন চক্রবর্তী, রাজেশ মালাকার, সদস্য তপন কৃষ্ণ ঘোষ,শ্যামল বিশ্বাস , টিটু তালুকদার, সনজিত বৈদ্য পিন্টু,উজ্জ্বল দত্ত, দেবাশীষ শীল, দিপক চৌধুরী, বাবু ধর, মিঠুন দে,
পরিতোষ বৈদ্য,হারাধন মহাজন ভুলু, সমীর মহাজন, সুজিত দাশ, বাবলা চৌধুরী, সাধন শীল, সমীর মহাজন, বিকাশ বিশ্বাস, সুমন মহাজন, সজল মহাজন,সুমন মল্লিক,নিশান চৌধুরী, কিশান ঘোষ, রনি চক্রবর্তী, পিপলু নাথ, লাভলু পারিয়াল, পিপলু চক্রবর্তী,জেকে শর্মা,রাখেশ সরকার,চিত্ত রঞ্জন দে,মিঠু মজুমদার, টুটন মহাজন, সাজীব দে, সজল দাশ, রাসু নাথ, বিটু কান্তি দে,শান্তু নাথ, রাজীব দে।
আলোচনা সভা শেষে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে দক্ষিণ রাউজানের ১১১টি মন্ডপে অনুদানের অর্থ বিতরণ করেন ফারাজ করিম চৌধুরী।
২৪ ঘণ্টা/রিহাম/নেজাম
আপনার মতামত লিখুন