আমিরাতে প্রবাসী গরীবের ডাক্তার লুৎফুন্নাহার আর নেই

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অগনিত দুঃস্থ, পীড়িত প্রবাসী বাংলাদেশীদের কাছে শেষ আশ্রয়, যিনি দীর্ঘ ৪০ বছর নিরলস চিকিৎসা সেবা দিয়েছেন “গরীবের ডাক্তার” হিসেবে, সমিধিক পরিচিতি পেয়েছিলেন সেই দরদী মাতৃরূপীনি চিকিৎসক ডাঃ লুতফুন নাহার আজ রবিবার বাংলাদেশ সময় সকাল ৯ টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ভাই ঢাকা থেকে জানিয়েছেন, আমিরাতের আবুধাবি সহ দেশে বিদেশে মরহুমার অগনিত পরিচিত জন, গুনগ্রাহী সহ সবার কাছে তাঁর বড় বোনের জন্য দোয়া চেয়েছেন।
ঢাকার মানিকগঞ্জের মেয়ে ডাঃ লুৎফুন্নাহার সিলেট মেডিকেল থেকে এমবিবিএস করে ১৯৭৯ সালে সোজা চলে এসেছিলেন তাঁর প্রকৌশলী স্বামী সৈয়দ আহমদ মনসুরের কর্মস্থল আবুধাবিতে। চিকিৎসা সেবাকে মানবসেবার ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। তাই আমিরাতে সরকারী চাকুরীর লোভনীয় হাতছানি থাকা সত্বেও প্রাইভেট ক্লিনিকে কাজ করাকেই বেছে নিয়েছিলেন। কারণ, তিনি দেখেছেন বৈধপথে এদেশে এসেও নানা কারণে কিছু প্রান্তিক পর্যায়ের বাংলাদেশী বিভিন্ন সময়ে অবৈধ হয়ে পড়েন যাদের সরকারী হাসপাতালে বৈধ আইডি/রেসিডেন্স পারমিট ছাড়া চিকিৎসা পাওয়া একরকম অসাধ্য ছিল।
সে সময় এসব অসহায় প্রবাসীর আশ্রয় ছিলেন ডাঃ লুৎফুন্নাহার। কেবল আবুধাবি না, দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ, ফুজাইরাহ থেকেও প্রান্তিক প্রবাসীরা ছুটে আসতেন তাঁর কাছে। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা যে দেশেরই নাগরিক হন না কেন, দীন দুঃখী পীড়িত জন, পকেটে টাকা নেই, কিন্তু চিকিৎসা দরকার চলে গেছেন নিঃসংকোচে ডাঃ লুৎফুন্নাহারের চেম্বারে পেয়েছেন ফ্রী চিকিৎসা, ফ্রী ঔষধ এমনকি ফলমূল কেনার টাকাও। তাঁর এসব কীর্তি মুখে মুখে হাজারো মুখে ছড়িয়ে পড়েছে আমিরাতে। আর কে হবেন এমন ‘গরীবের ডাক্তার।
২৪ ঘণ্টা/রিহাম
আপনার মতামত লিখুন