লোহাগাড়ায় বনবিভাগের অভিযানে অবৈধ গর্জন-বিবিধ কাঠসহ জীপ জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ গর্জন ও বিবিধ গোল কাঠসহ একটি জীপ গাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২৬ ডিসেম্বর (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ ও জীপ গাড়ী জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বনবিভাগ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চুনতি ফারেঙ্গা এলাকা থেকে অবৈধ গর্জন ও বিবিধ গোল কাঠসহ একটি জীপ গাড়ি (নং লট- ৩৩১) জব্দ করা হয় ৷
এ ব্যাপারে বন মামলা নং ২২/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে। বর্তমানে জব্দকৃত কাঠ ও জীপ গাড়ি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/আজাদ
আপনার মতামত লিখুন