চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের মামলা, ছেলে গ্রেফতার

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন আপন মা।
আজ সোমবার দুপর দেড়টার সময় নগরীর কোতোয়ালি থানায় মা রাবেয়া খাতুন (৫০) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় পুলিশ রাবেয়ার মাদকাসক্ত ছেলে মনিরুল ইসলাম (২০)কে গ্রেফতার করেছে।
গ্রেফতার মনিরুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৬ নং কাতারিয়া বাজার মাওলানা বাড়ির মৃত শাহ আলমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মা রাবেয়া বেগম আইনজীবী সহকারী হিসেবে চট্টগ্রাম আদালতে কাজ করেন। তার স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক সেবনের জন্য প্রতিনিয়ত মায়ের কাছ থেকে চাঁদা দাবী করে আসছে মনিরুল। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ ও মাকে মারধরও করত মনিরুল।
সর্বশেষ ৪ অক্টোবর বেলা পৌণে ১টার সময় নারী শিশু আদালতের পাশে কবিরের চায়ের দোকানের সামনে মা রাবেয়া বেগমের কাছে ২ হাজার টাকা দাবী করে মনিরুল। টাকা নাই বললে মনিরুল তার মায়ের হাত ব্যাগ ও মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা দিলে জনসম্মুখে মাকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ী আঘাত করে। এসময় রাবেয়া চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে ছেলেকে আটক করে। পরে স্থানীয় কোতোয়ালি থানার টহল পুলিশ এসে মনিরুলকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে এ ঘটনায় মা রাবেয়া বেগম থানায় এসে মামলা দায়ের করলে ছেলে মনিরুলকে গ্রেফতার দেখায় কোতোয়ালি থানা পুলিশ।
ছেলের বিরুদ্ধে মায়ের মামলা দায়েরে ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. মহসীন।
আপনার মতামত লিখুন