গুলশানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

রাজধানীর গুলশানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
এ ঘটনায় চালকসহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে গুলশান থানার উপ-পরিদর্শক মো সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। চালক অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। এ ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা চলচ্চিত্র সংশ্লিষ্ট বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আহতদের নাম পরিচয় এই মুহূর্তে আমার জানা নেই। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
এন-কে
আপনার মতামত লিখুন