চাঁদাবাজদের নতুন কৌশলে অতিষ্ঠ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার

অনিবন্ধিত নিউজ পোর্টালের চাঁদাবাজির কবলে নাকাল রেলওয়ে পূর্বাঞ্চলের বহু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার। একটি সিন্ডিকেট ও রেলের কতিপয় কর্মচারীদের যোগসাজশে অনিবন্ধিত নিউজ পোর্টালের মাধ্যমে চলছে মানহানির চেষ্টা। সিন্ডিকেটটি সরকারকে বেকায়দায় ফেলা, চাঁদা আদায় এবং সুবিধা নিতেই মানহানিকর এসব সংবাদ প্রকাশের অভিযোগ মিলেছে। সংবাদ প্রকাশ করা এসব পোর্টালের সরকারি কোন নিবন্ধন নেই বলেও নিশ্চিত হয়া গেছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলে চাঁদা না দেওয়ায় আলী হোসেন (আনোয়ারা এন্টারপ্রাইজ) রেলের প্রথম শ্রেণির ঠিকাদার, অতিরিক্ত সরঞ্জাম নিয়ন্ত্রক আনোয়ারুল ইসলাম সহ কয়েকজন কর্মচারীর নামে সংবাদ প্রকাশ হলে ক্ষোভের সৃষ্টি হয়।
কর্থিত পোর্টালটি “চট্টগ্রাম সংবাদ প্রতিদিন” নামে মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ রেলওয়ের ঠিকাদার আনোয়ারা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারি আলী হোসেন। প্রতিষ্ঠানটি চাঁদা না পেয়ে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশ করে বলে জানান তিনি।
জানা যায়, রেলের ট্রেনের ভিআইপি কেবিনের বেড, বেডিং, ধোলাইয়ের ট্রেন্ডার আহ্বান করে রেল কতৃপক্ষ। উক্ত কাজের বিপরীত চট্টগ্রামে ১০টি ও ঢাকায় ৬টি দরপত্র বিক্রি হয়। ঠিকাদার আলী তার প্রতিষ্ঠান আনোয়ারা এন্টারপ্রাইজের নামে একটি দরপএ ক্রয় কালীন কথিত সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি তার কাছে চা-পানি খাওয়ার জন্য ২ হাজার টাকা দাবী করে। কি কারনে টাকা দিবো পাল্টা প্রশ্নে তিনি কেটে পড়েন। ২৪শে জুন উক্ত টেন্ডার আহবান করা হলেও করোনার কারনে তা স্থগিত রাখা হয়। গত ৬ সেপ্টেম্বর সেই টেন্ডার পুনরায় ড্রপ করার শেষ সময় নির্ধারন করা হয়।
ভুক্তভোগী আলী হোসেন জানান, আমি কাজ পাওয়ার সংবাদ প্রকাশে হতভম্ব। কারণ কাজটি পেয়েছেন মদিনা শালকর নামে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান, আমি নই। শুধু তাই নয়, আমার বক্তব্য পর্যন্ত নেওয়া হয়নি উক্ত সংবাদের জন্য। এমন মানহানিকর সংবাদ প্রকাশে ঐ পোর্টালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলে সদ্য যোগদানকৃত পরিচালক, ইনভেন্টরী কন্ট্রোল সেল, সিআরবি আনোয়ারুল ইসলামের বিরুদ্ধেও ভিওিহীন সংবাদ প্রকাশ করে এ পোর্টালটি।
তিনি জানান, উক্ত সংবাদে ১০বছর একই পদে থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া, দুর্নীতি দমন কমিশনে অভিযোগ নাকি হয়েছে।অথছ, শতকোটি টাকা বা সেই সম্পদ কোথায় কিভাবে তার কোন তথ্য নেই। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের নাম বিক্রি করা হলেও কোন অভিযোগ, তারিখ, কি কারণ তার উল্লেখ
এমন কি দুদকের কোন কর্মকর্তার বক্তব্য পর্যন্ত নেই। কোন কাজে অনিয়ম তারও কোন উল্লেখ নেই। এ রকম মন গড়া সংবাদ প্রকাশে বিব্রতবোধ করছি। ১ সেপ্টেম্বর অতিরিক্ত সরঞ্জাম নিয়ন্ত্রক পাহাড়তলী হতে বদলী হয়ে ৬ সেপ্টেম্বর পরিচালক ইনভেন্টরী কন্ট্রোল সেল, সিআরবি/পূর্ব দায়িত্বভার গ্রহণ করেন এ কর্মকর্তা।
নির্ভরযোগ্য সূএ জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েক শ্রমিকনেতা ও কয়েকজন রেলের মধ্যম সাড়ির কর্মকর্তা কয়েকটি অনিবন্ধিত নিউজ পোর্টালের মাধ্যমে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। মিথ্যা, ভিওিহীন সংবাদ প্রকাশ করে চাঁদাবাজির পাশাপাশি অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। উদ্যেগী হয়ে আবার তারাই এসব মিমাংসার দায়িত্ব নেয়। এমনি তথ্য মিলেছে রেল কর্মকর্তাদের কাছে।
এ ব্যাপারে চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালের নীচে দেওয়া মোবাইল নাম্বারে বেশ কবার ফোন করা হলেও রিসিভ করেনি কেউ।
সরকারি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, চাঁদাবাজ এসব অনলাইনের কার্যক্রমে কারা জড়িত তাদের নামসহ ঢাকায় রিপোর্ট পাঠানো হয়েছে। রাষ্ট্র বিরোধী এসব অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে অচিরে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, সত্যি বলতে কোনটা নিবন্ধিত আর কোনটা অনিবন্ধিত সেটা যাচাইয়ের সময় আমাদের থাকেনা। তবে মিথ্যা সংবাদ প্রকাশ ও অনিবন্ধিত যে সব অনলাইন পোর্টাল রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতনদের সাথে আলাপ করে অবশ্যই ব্যবস্থা নিবো।
হাইকোর্টের রুল জারিঃ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের রুল গত ১ সেপ্টেম্বর সিলেট বিয়ানি বাজার প্রেস ক্লাবের সাঃসম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামের দায়েরকৃত রীটপিটিশনে হাইকোর্ট বিচারপতি এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমান ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও প্রেসকাউন্সিল কাছে অনিবন্ধিত নিউজ পোর্টাল-আইপিটিভির বিরুদ্ধে কেন ব্যবস্থ গ্রহণ করা যাবে না, কারণ জানতে চেয়ে রুলজারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে কারন জানাতে বলেছেন।
আপনার মতামত লিখুন