নারায়ণহাট আ’লীগ সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরীকে অব্যাহতির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ আমরা গত ১২ সেপ্টেম্বর তারিখে চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকা মারফত জানতে পারলাম যে, বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী সাধারণ সম্পাদক পদে পদাসীন থাকাবস্থায় তাঁকে বিনা কারণে বিনা নোটিশে এবং উক্ত ইউনিয়নের সভাপতির একক সিদ্ধান্তে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি সত্য হলে এটা নিঃসন্দেহে অগণতান্ত্রিক, অসাংবিধানিক, মানহানিকর এবং নীতিবিরুদ্ধ বলে আমরা শর্তহীনভাবে মনে করি।
আমরা আন্তরিকভাবে সুদীর্ঘকালব্যাপী বিশ্বাস করে এসেছি যে, বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্রে গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। বর্তমান পরিস্থিতিতে এবং আগামী সংসদ নির্বাচনে প্রসঙ্গটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কর্তৃক সাম্প্রতিক সময়ে ঘোষণা করার মুহূর্তে নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কর্তৃত গৃহীত এহেন হীন উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভাজনমূলক পদক্ষেপ গ্রহণে আমাদের সংগঠন হতাশ এবং মর্মাহত।
আশা করি, উল্লেখিত ইউনিয়নের সভাপতি/চেয়ারম্যান কর্তৃক গৃহীত পদক্ষেপ অনতিবিলম্বে প্রত্যাহারপূর্বক বাংলাদেশ আওয়ামী লীগের গণতান্ত্রিকতা, ধর্মনিরপেক্ষতাসহ অন্যান্য আদর্শ যথার্থভাবে সংরক্ষণ করতঃ স্বাধীনতার পক্ষের শক্তির জনপ্রিয়তা, সামাজিক ও অসাম্প্রদায়ক ঐক্যবদ্ধতা সংরক্ষণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উত্তর জেলার সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে, সাধারণ সম্পাদক এডভোকেট অজিত নারায়ণ অধিকারী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক শিমুল ধর, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি আশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বরুণ কুমার আচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর থানা শাখার সভাপতি লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজল শীল, সনাতনী ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি সুজিত চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাগর দেসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন