বার আউলিয়া থেকে ডিবি পরিচয়ে অপহরনের ৩৮ঘন্টা পর ইয়াছিনকে ছেড়ে দিয়েছে দুর্বত্তরা

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া থেকে ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ হওয়া সংবাদপত্র এজেন্ট এস.এম ইয়াছিনকে ৩৮ ঘন্টা পর সোমবার রাত ৯ টার সময় কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া বাজার থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ইয়াছিন।
রবিবার সকাল ৭ ঘটিকায় উপজেলার বার আউলিয়া এলাকার তার সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তাাে সাদা পোশাকে তুলে নিয়ে যায়।
চান্দিনা থানা হেফাজতে থাকা ইয়াছিন পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, বার আউলিয়া থেকে ডিবি পরিচয়ে মাইক্রোতে তোলার পর কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে তারা। এরপর তারা কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া বাজার থেকে আনুমানিক ২০ মিনিটের পথ একটি গ্রামে নিয়ে গিয়ে সেখানে একটি ঘরে আটকিয়ে রাখে। তারা আমার কাছে কতটাকা আছে জানতে চাইলে আমি কোন টাকা নেই বলে জানাই। তারা আমাকে রাতে ভাত খেতে দেয়। তবে শারীরিক কোন ধরণের নির্যাতন করেনি। সারাদিন ঔই ঘরে থাকার পর সোমবার রাত ৭টার সময় আমাকে তারা একটি কারে তুলে মাধাইয়া বাজারে নামার আগে আবারো জানতে চান কত টাকা আছে বাড়িতে। বলেছে ২০ হাজার টাকা বিকাশে আনতে। আমি অত টাকা নেই বলার পর বলেছে ৬ হাজার টাকা আনতে। এরপর আমি বার আউলিয়ায় ফোন করে বিকাশে ৬ হাজার টাকা আনি সেখান থেকে এক হাজার টাকা আমাকে দিয়ে তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এদিকে ইয়াছিনের সাথে ফোনে তার ছোট ভাই মাহবুবুর রহমান কথা বলার পর তিনি বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে জানালে পুলিশ চান্দিনা থানাকে অবহিত করলে রাত ৯টার সময় ইয়াছিনকে থানা হেফাজতে রাখা হয়। সীতাকুণ্ড থানা পুলিশ রাত ১০ টার দিকে ইয়াছিনকে আনতে কুমিল্লায় রওয়ানা দেন।
এন-কে
আপনার মতামত লিখুন