রাউজানে ধার-দেনায় হতাশাগ্রস্ত সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মমতাজুল হক (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে রাউজান সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলা স্টেশনের পূর্বে সিএনজি গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি টিনের চালার এঙ্গেলের সঙ্গে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় ছিল।
নিহত মমতাজ ওই ওয়ার্ডের মো. নুরুল আব্বাসের পুত্র৷ তিনি দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক।
নিহতের পরিবারের দাবী, নারীঘটিত একটি বিষয় নিয়ে টাকা পরিশোধসহ ধার দেনা নিয়ে খুবই টেনশনে করতো মমতাজ৷
নিহত মমতাজের স্ত্রী শামসুন নাহার বলেন, প্রতিদিনের মতো ভোর ৬টায় নিহতের ছেলে ফারুকের ব্যবসা প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্স অ্যান্ড মামা গ্যারেজের জন্য অকটেন, ডিজেলসহ তেল আনার কথা বলে ঘর থেকে বের হন মমতাজ। তবে তার সেলফোনটি ঘরে ছিল। সকালে নিহতের (মমতাজুল হক) গাড়ি রাখার গ্যারেজে তার গাড়ির (চট্টগ্রাম-থ-১৩-৩১৭৫) এর পাশে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় গ্যারেজের গ্রীল আংশিক খোলা ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন।
নিহতের স্ত্রী শামসুন নাহার আরও বলেন, তার স্বামীর কাছ থেকে নারীঘটিত বিষয়ে স্থানীয় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তি ১ লাখ টাকা দাবি করেন। সেই টাকা পরিশোধ নিয়ে টেনশনে ছিল তার স্বামী।
নিহতের ছেলে মো. ফারুক বলেন, আমার বাবার সাথে চিকদাইর ইউনিয়নের একটি মেয়ের সম্পর্কের কথা লোকমুখে শুনেছি। তবে আমার বাবার সাথে বিয়ে হয়েছে কি না আমরা জানি না। মেয়েটির দূর সম্পর্কের আত্মীয় জাহাঙ্গীর নামের একজন বিষয়টি সমাধান করার জন্যে টাকা দাবি করে। আমরা কিস্তির মেয়াদে ১লাখ টাকা দিবো বলেছি। সে টাকা পরিশোধের বিষয়ে বাবা অনেক টেনশনে ছিল।
তবে টাকা দাবির বিষয়টি অস্বীকার মো. জাহাঙ্গীর বলেন, টাকার বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নই।
রাউজান থানার উপ-পরিদর্শক (এস.আই) সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলতে পারবো।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।
এন-কে
আপনার মতামত লিখুন