সীতাকুণ্ডে পুকুর ঘাট নিয়ে দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বাবলু (৩২) নামে যুবকের। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বুধবার (২৭ এপ্রিল) পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের শেখনগর এলাকায় পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। নিহত বাবলু ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
জানা যায়, আগের দিন পুকুর ঘাট ব্যবহার নিয়ে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে পরদিন উভয় পরিবারের পুরুষরাও জড়িয়ে পড়েন মারামারিতে। আর এই মারামারিতে থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়ে তিন দিন পর মারা গেলেন মো. বাবুল নামে ওই ব্যক্তি।
স্থানীয়রা জানান, পরিবারের মহিলাদের ঝগড়ার রেশ ধরে ২৬ এপ্রিল সাইফুল ও মিয়নের (প্রকাশ শাহীনের) মাঝে কথা কাটাকাটি হয়। তারা দুজনই পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মধ্যম মহাদেবপুরের (শেখনগর) বাসিন্দা। আগের দিনের কথা কাটাকাটির রেশ ধরে পরদিন (২৭ এপ্রিল) শাহীন আরো কিছু লোকজন নিয়ে এসে সাইফুলকে টেনে-হিচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দুই পক্ষের লোকজনের মধ্যে ধস্তাধস্তি চলাকালীন ঘটনাস্থলে আসেন বাবলু। ঘটনা দেখে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের হৈ-চৈয়ের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুকুরঘাটে দুই নারীর মধ্যে ঝগড়া হয়। তুচ্ছ এ বিষয় নিয়ে তাদের পরিবারের পুরুষরা মারামারিতে লিপ্ত হন। এই মারামারিতে কোনো এক পক্ষের রোষানলে পড়ে ছুরিকাঘাতে আহত হয় বাবলু। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন