সীতাকুণ্ডিয়ান ফেসবুক গ্রুপের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ বিশ্ববাসীর কাছে সীতাকুণ্ডের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত ফেসবুক গ্রুপ “সীতাকুণ্ডিয়ান” এর ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌরসদরের একটি রেস্তোরাঁয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের এডমিন তানভীরুল ইসলাম।
তাহমিদুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপ্লাস টিভি, ভোরের দর্পণ সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক কামরুল ইসলাম দুলু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি দেলোয়ার হোসেন খান।
বক্তব্য রাখেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের এপেক্স ক্লাব অব চিটাগাং এর সেক্রেটারী আশ্রাফুল আলম ভূঁইয়া, মুনীর ফাউন্ডেশনের সেক্রেটারী শরীফুল ইসলাম সিরাজী, নাহিদ শাহ, আবু সুফিয়ান, লিও রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন, মোঃ আরিফ ভূঁইয়া, রেহান উদ্দিন অভি, দাউদ ইব্রাহিম সাব্বির, জুয়েল প্রমুখ৷
এছাড়া ফটো কন্টেস্টে বিজয়ীদের পুরস্কার স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন পোশাক বাজার ক্লথ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাসান, জিস বিজনেস কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম শিমুল।
অনুষ্ঠানে সীতাকুণ্ডিয়ান ফেসবুক গ্রুপে মসজিদ ফটো কন্টেস্ট-২০২২ এ ৩৫ জন অংশগ্রহকারী থেকে যাচাই বাছাই করে ৫ জনকে বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয় এবং প্রথম চারজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে হাজারো ফেসবুক গ্রুপের বাইরে সীতাকুণ্ডিয়ান গ্রুপ যেভাবে সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে প্রচেষ্টা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ সীতাকুণ্ডের গুলিয়াখালী সীবিচ, বাঁশবাড়িয়া সী-বিচের মত জায়গা অখ্যাত থেকে বিখ্যাত হয়েছে। ঠিক তেমনি সীতাকুণ্ডিয়ান গ্রুপ ভবিষ্যতেও সীতাকুণ্ডের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, সম্ভাবনা, বেকারত্ব সমস্যা সবকিছু নিয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মসজিদ ফটো কন্টেস্টে বিজয়ী হাসান মোহাম্মদ শাকিবকে প্রথম পুরস্কার, মঞ্জুরুল ইসলামকে ২য় পুরস্কার এবং ইঞ্জি. ফখরুল ইসলাম আপনকে তৃতীয় পুরস্কার এবং মোঃ মাঈন উদ্দিন মাসুম চতুর্থ পুরস্কার তুলে দেয়া হয়।
আপনার মতামত লিখুন