ঘরের মাঠে খুলনার কাছে সিলেটের লজ্জার হার

ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের যাত্রাটা সুখের হলো না সিলেট স্ট্রাইকার্সের। এ দিন ব্যাটারদের চরম ব্যর্থতায় বড় হারের লজ্জায় পড়তে হয় দারুণ ছন্দে থাকা মাশরাফীর দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯২ রান করে টেবিল টপাররা। জবাবে ২৬ বল বাকি থাকতে ১৫.৪ ওভারে ৪ উইকেটে ৯৩ রান করে খুলনা।
সিলেটের স্বপ্ল পুঁজিতে ব্যাট করতে নেমে খুব একটা কষ্ট করতে হয়নি রংপুরকে। উদ্বোধনী জুটিতে ২৭ রান করেন দুই ওপেনার নাঈম শেখ ও রনি তালুকদার। ব্যক্তিগত ১৮ রানে নাঈম আউট হলেও শেষ অবধি অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে রনি। ৩৭ বলে ৩৭ রান করেন রনি। শেষ দিকে ১৩ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।
এর আগে, ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। দলীয় মাত্র ১৮ রানে সাজঘরে ফেরেন সিলেটের ৭ ব্যাটার। তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম আউট হন শূন্য রানে। ব্যাটিং বিপর্যয়ে পড়া সিলেটকে চরম লজ্জা থেকে রক্ষা করেন অধিনায়ক মাশরাফী ও তানজিম হাসান সাকিব।
দুজনের মিলে ৪২ বলে গড়েন ৪৮ রানের জুটি। ২১ বল খেলে ২ ছক্কায় ২১ রান করেন মাশরাফী। ৫ চার ও ২ ছক্কায় ৩৬ বলে তানজিম করেন ৪১ রান। রংপুরের পক্ষে তিনটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও ওমরজাই। এ ছাড়া মেহেদী দুটি ও হারিস রউফ নেন একটি উইকেট।
আপনার মতামত লিখুন