কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের ইসমত হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ওই এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনেরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)। বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
স্থানীয়রা জানান, মো. তৈয়ব ও মো. আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। আজ সন্ধ্যা ৬টার দিকে এ নিয়ে আবারও তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে আলীর পরিবার ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনেরা বেগম ও তার সন্তান মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিতা ঘোষনা করেন।
শিকলবাহা দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আজাদ বলেন, দীর্ঘদিন জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল সেটা বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি এখন শুনলাম মা ছেলে খুন হয়েছে। আমি মেডিকেলে যাচ্ছি বিস্তারিত ওখান থেকে এসে জানাব।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, এর আগে একটা মারামারির মামলা ছিল ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল আমাদের কাছে খবর ছিল সে বাসায় আসছে তখন আমরা বাড়িতে গেয়ে তল্লাশি করলেও তাঁকে পায়নি তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি লাগছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, মারামারির ঘটনায় দুইজন নিহত হয়েছে এখন আমরা ঘটনাস্থলে আছি।
আপনার মতামত লিখুন