দেশসেরা বীমাবিদ,সীতাকুণ্ড সমিতি ঢাকা সভাপতি সরওয়ারদি চৌধুরী’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সীতাকুণ্ড প্রতিনিধি: ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক এমডি, সীতাকুণ্ড সমিতি ঢাকার সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ কে এম সরওয়ারদি চৌধুরী (৭৩) ইন্তেকাল করেছেন।
সোমবার (২২মে) রাত ৮টার সময় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রাশেদা বেগম, মেয়ে তানিয়া ইসলাম, সুমাইয়া নুসরাত, ছেলে এ কে এম শরফুদ্দিন চৌধুরী সজিব ও এ কে এম জিয়াউদ্দিন চৌধুরীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দেশ সেরা বীমাবিদ সরওয়ারদি চৌধুরী দীর্ঘদিন নানা জটিল রোগে ভোগ ছিলেন।
তিনি ১৯৫০ সালের ১৬ মার্চ সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জ্ন্মগ্রহণ করেন। এই গুনিব্যক্তির মৃত্যুতে সীতাকুণ্ডে শোকের ছায়া নেমে আসে।
এদিকে কে এম সরওয়ারদি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা আ.লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর সভাপতি লায়ন আলী আকবর চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি আ ম ম দিলসাদ শোকবার্তায় বলেন, তিনি ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিবিদ, বঙ্গবন্ধু আদর্শের লড়াকু সৈনিক, সরোয়ার্দী চৌধুরী কর্মের মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। তার প্রয়ানে সীতাকুণ্ড একজন মুক্তিযুদ্বের চেতনায় খাঁটি দেশপ্রেমিক মহান ব্যাক্তিকে হারিয়েছে।
আপনার মতামত লিখুন