ফটিকছড়িতে প্রসূতি রোগীর মৃত্যু: উত্তেজিত জনতার হাসপাতাল ভাঙচুর

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি সদরের সেবা হাসপাতাল ও মেটারনিটি ক্লিনিকে জান্নাতুল মাওয়া রনি (২২) নামে এক প্রসূতি রোগীর মৃত্যুর পর ব্যাপক ভাংচুর করেছে উত্তেজিত জনতা। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার জন্য রোগী মৃত্যুর অভিযোগ তোলেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি থানা পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করেন।
এ দিকে ঘটনার সময় হাসপাতাল ছেড়ে ডাক্তার, নার্স, কর্মকর্তাসহ সবাই পালিয়ে যায বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত জান্নাতুল মাওয়া উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানিকপুর গ্রামের পুকুর পাড় এলাকার রোমান উদ্দীনের স্ত্রী।
জানা গেছে, আজ সকালে ডেলিভারী করানোর জন্য ঐ রোগীকে ভর্তি করা হয় এ হাসপাতালে।
রোগীর স্বামী রোমান উদ্দীন অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে সিজার করানোর জন্য ইনজেকশনের ডাবল ডোজ প্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি হত্যা। আমি এই হত্যান বিচার চাই।
এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ব্যাপক পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছেন। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবী করেন।
আপনার মতামত লিখুন