বাংলাদেশের মালিক এদেশের জনগণ আ’লীগ নয়:দীপ্তি

আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম – ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ রবিবার (৫ জানুয়ারী) ৩ নং ওয়ার্ডস্থ আবু সুফিয়ানের নির্বাচনী কার্যালয় জি. এম আইয়ুব খানের বাড়ী থেকে গণসংযোগ শুরু হয়ে কামারাবাদ হয়ে হাজী পাড়া, চালতাতলী, নয়ার হাট হয়ে ওয়াজেদিয়া মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন নগর যুবদল নেতৃবৃন্দ।
উক্ত গণসংযোগ কর্মসূচী শেষে ওয়াজেদিয়া মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশের মালিক এদেশের জনগণ আওয়ামীলীগ নয়। ২০১৪ সালের আজকের এদিন ৫ জানুয়ারী একতরফা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামীলীগ। ৫ জানুয়ারী এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে শাসক গোষ্ঠী। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশ, লালসবুজের পতাকা আজ শকুনের থাবায় আহত। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে পাঁচলাইশবাসীকে তিনি অনুরোধ জানান এ সময়।
বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ৫ জানুয়ারী এদেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল আওয়ামীলীগ। তারাই ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর রাতে সীল মেরে ভোটের বাক্স ভরে ক্ষমতা দখল করে আছে আজ অবধি। এটাই শাসকগোষ্ঠীর আসল চরিত্র। শাসন ব্যবস্থায় গিয়ে সবসময় লুটপাটে পারদর্শী এদলটি। তিনি এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ়সংকল্প ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সহসাধারণ সম্পাদক জি. এম আইয়ুব খান।
৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মিয়া মো: হারুন, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ওমর ফারুক, হেলাল হোসেন, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, কোরবান আলী, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, আশ্রাফ উদ্দিন, সিরাজ সিকদার, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, ওসমান, শাহ আলম, নেজাম উদ্দিন, ওবাইদুল হক, জানে আলম, শাহেদ খান পারভেজ, আইয়ুব খান, মো. মনসুর, থানা যুবদলের সদস্য তাজিব, কাইয়ুম, আফসার, জসিম, সেলিম, শাহাব উদ্দিন শাবু, সুজাতা হোসেন সুজন, আলমগীর, আনিসুল ইসলাম লাল্টু, সৌরভ বড়ুয়া টুম্পা, সুমন রাশেদ, জুনায়েদ হাসান রানা, এস এম আলী, মো. জাবেদ হোসেন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসাইন, তারেক রহমান, মেহেদী হাসান রানা, সোলাইমনা হোসেন মনা, মঈন সিদ্দিকী নিক্কি, এম এস অভি, মো. আজিম, কিরণ হোসেন, ওমর ফারুক, রাশেদ আলম, জসিম উদ্দিন, মো. জহির, ওয়ার্ড যুবদলের সদস্য সাজ্জাত হোসেন সাজু, নুরুল ইসলাম, পারভেজ কামাল, আবদুল মজিদ বাবুল, আহমেদ আলী টিটু, হেদায়েত উল্লাহ, আমজাদ, শরীফ, সবুজ, ইব্রাহিম, মিন্টু, শান্ত, লিটন, মুক্তার হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন