উইনার গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ সম্পন্ন

আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্বনামধন্য চিটাগাং উইনার গ্রামার স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চিটাগাং উইনার গ্রামার স্কুলের পরিচালনা কমিটির সহ সভাপতি শিক্ষানুরাগী সমাজ সেবক সালাউদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, চিটাগাং উইনার গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সহ প্রচার ও প্রকশনা সম্পাদক মোঃ আরিফ জামশেদের পরিচালনায় প্রধান অতিথি কাজী সরোয়ার খান মনজু বলেন, এক সময় দেশে ৪-৫ বছরের কোমলমতি শিশুরা সরকারি প্রতিষ্ঠানে লেখা পড়া করার সুযোগ দেওয়ায় হতো না, কিন্তু কিন্ডারগার্টেন স্কুলগুলো ৪-৫ বছরের কোমলমতি শিশুদের প্লে-নার্সারী শ্রেণিতে কম সময়ে আনন্দময় শিক্ষার মাধ্যমে স্কুল মুখী করেন। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়েও শিশু শ্রেণি নামে ৫ বছর বয়সী শিক্ষার্থী ভর্তি করাছেন। কিন্ডারগার্টেন কে অফিসিয়ালি অনুকরণের ঘোষণা না দিলেও কিন্ডারগার্টেন কে অনুকরণ করছে প্রাথমিক শিক্ষার প্রায় সেক্টর। চিটাগাং উইনার গ্রামার স্কুল বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে ক্রিড়া ও চিত্রাংকন প্রতিযোগীতা, অভিভাবক সমাবেশ, শিক্ষা সফরসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগীতামুখী করতে কাজ করছেন। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে বাস্তবমুখী শিক্ষায় কিন্ডারগার্টেন স্কুলসমুহ প্রাথমিক শিক্ষায় অগ্রণী ভুমিকা রাখছেন।
অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসবের আমেজে সকল শ্রেণি শিক্ষার্থীদের বিগত শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমা বিশ্বাস, মসেস ইয়াসমিন আকতার, আরাফাত রহমান, তারিন সুলতানা, পূজা ধর প্রমুখ।
আপনার মতামত লিখুন