পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড.স্বপন চন্দ্র মজুমদারসহ শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট, শাখা ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ছিল বাঙালী জাতির জন্য আশীর্বাদস্বরূপ। কারণ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালী জাতি তাঁর স্বাধীনতার পূর্ণতা পায়।”
বক্তারা আরও বলেন, “১৯৭২ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারির এই প্রেক্ষাপট একদিনে রচিত হয়নি। এই প্রেক্ষাপট দীর্ঘ সংগ্রামের। জাতীয় চার নেতার নেতৃত্বে লাখো কোটি বাঙালির মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ যে স্বাধীনতা অর্জন করেছিল সে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।”
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করেছেন।
আপনার মতামত লিখুন