শিশুর কান্নায় রক্ষা হলো প্রাণ, আগুনে পুড়ল ২ বসতঘর

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : অন্যান্য দিনের মতোই রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন। ভোর রাতে ৩ মাস বয়সী শিশুর কান্নায় ঘুম ভাঙ্গে পরিবারের সদস্যদের। ঘুম ভাঙ্গতেই চারপাশে দেখতে পাই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে।
এরপর পরিবারের সকল সদস্যদের সমস্বরের সৌরচিৎকারে এগিয়ে আসে গ্রামবাসী। শিশুসহ পরিবারের সকল সদস্য প্রাণে রক্ষা পেলেও আগুন নিয়ন্ত্রণের আগে পুড়ে গেছে দুটি বসতঘর।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সূখছড়ি এলাকার রাজবাড়ির কাঞ্চন দাশের বসতঘরে। স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে ঘটনাটি ঘটে।
তিনি বলেন, ভোর রাতে কাঞ্চন দাশের ৩ মাসের বাচ্চা শিশুর কান্নায় ঘুম ভাঙলে বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সৌরচিৎকার করলে এলাকাবাসীরা ছুটে আসে এবং সাতকানিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় ৩/৪টি ঘর রক্ষা পেলেও আগুনে ওই বাড়ির মৃত নণিনী রঞ্জন দাশের ছেলে কাঞ্চন দাশ (৪৮) ও মৃত চন্দন দাশের স্ত্রী নমিতা দাশের বসতঘর দুটি পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন