সিআরবি থেকে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার : চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।
গত মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লাল রংয়ের একটি চোরাই হোন্ডা (চট্টমেট্রো-ল-১৫-৬৯৭৯) মোটর সাইকেল।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো বোয়ালখালী উপজেলার পশ্চিম গুমদণ্ডি বশির তালুকদার বাড়ির হাজী মো. আব্দুল হকের ছেলে মঈনুল হক বাবু (২২), নগরীর বায়েজিদ থানা হাজিরপুল বড় মসজিদ হাবিব বলি বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে মো. আরমান (২২) ও একই থানা এলাকার মাওলানা খলিলুর রহমান বাড়ির মো. মোক্তারের ছেলে মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, মোবারক হোসেন বাধন নামে এক শিক্ষার্থী নগরীর সিআরবি এলাকা থেকে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তার ব্যবহৃত মোটরসাইকেল চুরির একটি অভিযোগ করেন কোতোয়ালি থানায়। অভিযোগের সূত্র ধরে ওই এলাকার সিসিটিভি ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
ফুটেজে দেখা যায়, বাধনের বন্ধু মঈনুল হক বাবু অপর এক সঙ্গীর সহায়তায় কৌশলে মোটর সাইকেলটি চুরি করে। এরপর মঙ্গলবার রাতেই মঈনুল হক বাবুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির সাথে যুক্ত মো. আরমান ও মো. রাসেল নামে আরো দুজনকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্য মতে মোবারক হোসেনের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতার তিনজনই চোরাই মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগ সাজশে নগরীর বিভিন্ন ষ্টেশন, পার্ক, রেস্তোরার সামনে আড্ডাবাজি করার আড়ালে মোটরসাইকেল চুরির ছক কষে এবং ঘটনাস্থলের চারপাশে রেকি করে।
টার্গেটকৃত মোটর সাইকেলের বাহকের সাথে তারা কৌশলে বন্ধুত্ব করে তার সাথে আড্ডা দেন এবং দৃষ্টি মোটর সাইকেল থেকে অন্যদিকে ঘুরিয়ে নেন। এ সুযোগে এ চক্রের অন্য সদস্যরা মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির পর মোটর সাইকেলটি গোপন স্থানে রেখে সুযোগ বুঝে তা অন্যত্র বিক্রি করে দেন।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন