মুনিরীয়া নিষিদ্ধের দাবীতে রাউজানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবীতে রাউজানে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) উপজেলার মুন্সিরঘাটা চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার জনতা, আলেম ওলামা, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ নেন।
আন্দোলনের মুখপাত্র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইমলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, রাউজান সদর ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউপি চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর শওকত হাসান, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, নুরুল আমিন, শ্রমিক নেতা ইউনুছ, মাওলানা খোরশেদুল আলম, মুছা আলম খাঁন চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মাদ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল্ মাসুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমাদ মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, তানভীর চৌধুরী, সাবের, নাছির উদ্দিন, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজ বলেন, এই আন্দোলন রাউজানের কোনো জনগণের বিরুদ্ধে নয়। যারাই ত্বরিকতের নামে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, যারাই নঈম উদ্দিন হত্যায় জড়িত ছিল, যারাই মোসাহেব উদ্দিন বখতিয়ারের বিরুদ্ধে হামলা করেছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন। তিনি বলেন, তারা আধ্যত্নিকতার কথা বলে মানুষের সাথে প্রতারণা করেছে, এখন তারা রাজনৈতিক নেতাদের দ্বারে দ্বারে ঘুরছে। কোনো শক্তিই আন্দোলনের মাঠ থেকে আমাদের সরাতে পারবেনা।
জমির উদ্দিন পারভেজ রাউজানের সর্বস্থরের জনগণকে আন্দোলনে শরীক হওয়ার অনুরোধ জানা।
আন্দোলন থেকে ২০ জানুয়ারী সোমবার রাউজানের গহিরা, নোয়াপাড়া ও মদুনাঘাটে বিক্ষোভ সমাবেশের ডাক দেন তিনি। পরে মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটা হয়ে জলিল নগর বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
আপনার মতামত লিখুন