চট্টগ্রামে লাইটার জাহাজে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ : আহত ৩ জন হাসপাতালে

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় একটি লাইটার জাহাজে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক।
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন সদরঘাট থানা পুলিশের একটি টিম। দুর্ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
আহতরা হলেন কর্ণফুলী থানার পশ্চিম চরলক্ষ্যা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোজাম্মেল হোসেন-(৩০), সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মোহাম্মদ আলীর ছেলে হায়দার আলী (২৫) ও পূর্ব মাদারবাড়ি জামাল মাঝির বাড়ির মো.হানিফের ছেলে মোহাম্মদ এরশাদ (২৪)।
ঘটনার সত্যতা স্বীকার করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তবে ঘটনার বিস্তারিত তিনি জানাতে পারেনি। স্থানীয়দের বরাতে তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার সময় লাইটার জাহাজটিতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে শ্রমিকরা আহত হয়। তিনি ধারণা করছেন গ্যাস সিলিণ্ডার লিক হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ২৪ ঘন্টা ডট নিউজকে জানিয়েছেন মঙ্গলবার বিকেলে সদরঘাট থানা বাংলাবাজার এলাকায় একটি লাইটার জাহাজে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে অন্য শ্রমিকরা। বর্তমানে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন