আমিরাতে অসহায় প্রবাসীদের সাহায্য করতে সিআইপি হাসানের আহ্বান

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এসোসিয়েশন সভাপতি ও ডাচ বাংলা কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ চৌধুরী সিআইপি এক সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউএইর উদ্যোগে গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সারজা মেম রেস্টুরেন্ট হল রুমে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইউএইর আহবায়ক কাজী সৈয়দ তারেকের সভাপতিত্বে নাসিম উদ্দিন আকাশ ও সাইফুল ইসলাম তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এসোসিয়েশন সভাপতি ও ডাচ বাংলা কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ চৌধুরী সিআইপি।
অনুষ্ঠানে হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রাম প্রবাসীদের সমন্বয়ে চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি সংগঠন খুব শীঘ্রই আত্নপ্রকাশ ঘটবে। এই সংগঠনের উদ্যোক্তা হাসান মাহমুদ চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত
চট্টগ্রাম প্রবাসীদের সাহায্য সহযোগীতায় এই সংগঠন কাজ করে যাবে। এই সংগঠনের সাফল্য অর্জনে আমিরাতে অবস্থানরত চট্টগ্রামবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সারজা মেম রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি কাজী সৈয়দ তারেক বলেছেন,সংযুক্ত আরব আমিরাতে এক মিলিয়নের উপরে প্রবাসী বাংলাদেশী অবস্থান করছে। তার মধ্যে চট্টগ্রামের লোক ৭০% উপরে বলা যায়। অত্যন্ত আনন্দের সহিত বলতে হয় এই সুদুর প্রবাসে আমরা সকল ধরনের দেশীয় সংস্কৃতি উদযাপন করে থাকি। প্রায় একশো এর বেশী কমিউনিটি সংগঠন এর অস্তিত্ব রয়েছে বলে আমার বিশ্বাস। যা আর কোন দেশের নেই বললেই চলে। কিন্তু দু:খের বিষয় হলেও একথা সত্য যে এসব অনুষ্টানিক কমিউনিটি গুলোতে শুধু কিছু আনন্দ কিছু সংঘাত ছাড়া ভালো কল্যাণকর দৃশ্য চোখে পরার মতো নেই বললেই চলে। অথচ এই দেশে ইউএই সরকার কর্তৃক অনুমোদিত একটি রেজিস্ট্রেড বাংলাদেশ সমিতিও রয়েছে।
তিনি বলেন,আমি কারো দিকে ব্যর্থতার ইংগিত দিচ্ছি না। আমাদের ভাবা উচিত এতো সুযোগ থাকা সত্বেও কেন দেশ বা জাতীয় সমস্যাগুলো চিহ্নিত করে নিরোসন করতে পারছি না। আমরা যারা এসব প্রোগ্রাম, উৎসব করি আমাদের সামনে প্রশ্নগুলো দৃশ্যমান থাকে। প্রবাসী কমিউনিটিগুলোর বিভিন্ন যোগসূত্রের সুবাদে আমার প্রবাস অভিজ্ঞতায় তাই বলছে। চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন নতুন কোন নেতৃত্ব নয় প্রবীণ কমিউনিটি গুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে সহযোগিতার হাত বাড়াতে চাই। চট্টগ্রাম এর মেয়র মহোদয়ের সাথে আলাপ করেছি চট্টগ্রামে আমাদের স্হায়ী অফিসের প্রয়োজন রয়েছে আজকের সম্মানিত অতিথিকে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে মেয়র মহোদয়ের সাথে বসে আমাদের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। যেন প্রবাসীরা দেশে গিয়ে কল্যাণ ফাউন্ডেশন হতে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারে।
প্রধান বক্তা ছিলেন দুবাই উত্তর আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতি শারজাহ ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মিসেস জিনাত কোহিনুর, নাসের স্পোর্টস আবুধাবি সভাপতি মোরশেদুল ইসলাম সিআইপি, আবুধাবি কার্গো ওনার্স এসোশিয়েশন সেক্রেটারি নুরুল আবছার, এম ডি বেলাল হোসেন, ওসমান চৌধুরী, শবনম আকতার, সৈয়দ জাহাঙ্গীর আলম সার্বিক তত্ত্বাবধানে এম ডি বেলাল হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন