পটিয়ায় ওরসের মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গরীব আলী শাহ মাজারের পাশের অনুষ্ঠিত ওরস মেলার স্থান থেকে এক কাঠ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার ওরস মেলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশের গায়ে আঁঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে দুবৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে। নিহতের নাম মোহাম্মদ জামাল (৫০)। তিনি নরসিংদীর বেলাবো এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি কোলাগাঁও ইউনিয়নের গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে বসানো হয় মেলা। এ মেলায় আসবাব পত্রের পসরা নিয়ে আসেন নরসিংদীর ব্যবসায়ি জামাল।
মেলায় নির্দ্দিষ্ট সময়ে আসবাবের তেমন বিকি কিনি না হওয়ায় জামালসহ আরো কয়েকজন মিলে মেলা প্রাঙ্গণে ত্রিপল টাঙিয়ে বিক্রির চেষ্টা করে। রোববার রাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের দোকানে হামলা চালায় এবং তাদেরকে প্রচুর মারধর করে চলে যায়। এতে আহত হয়েছেন সুজন (৪০) নামের আরো একজন। ফার্নিচার ব্যবসায়ীর দোকান থেকে বেশকিছু ফার্নিচার লুট করার অভিযোগও রয়েছে।
কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বুলবুল হোসেন জানিয়েছেন, নলান্ধা গরীব উল্লাহ শাহ (র:) মাজারে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা দোকান নিয়ে এসেছিল।
মেলা শেষে দোকানদাররা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিবার রাতে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর করার খবর পেয়েছেন। তবে কারা করেছেন তা জানাতে পারেননি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন ব্যবসায়ির মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ সোমবার ভোরে মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।
লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এবং স্থানীয়দের বরাতে তিনি ধারণা করছেন দুবৃর্ত্তদের পিটুনীতে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে তা নিশ্চিত করে জানা যাবে।
ওসি বোরহান উদ্দিন বলেন, ফার্নিচার ব্যবসায়ী খুনের ঘটনায় কারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামী অবশ্যই ধরা পড়বে। খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করেনি।
আপনার মতামত লিখুন