বোয়ালখালীতে খেলাঘরের বর্ণমালা মিছিল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালখালীতে বর্ণমালা মিছিল করেছে উপজেলা খেলাঘর।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সদরে এ মিছিলে খেলাঘরে শিশু-কিশোরেরা অংশ নেয়।
বর্ণমালা মিছিলের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, আওয়ামীলীগ নেতা মো. শাহিন, বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর ইছমাইল হোসেন চৌধুরী আবু, সংগঠক মো. নুরুন্নবী চৌধুরী, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাংবাদিক পূজন সেন, এস এম মোদ্দাচ্ছের, এমরান কাদেরী, দেবাশীষ বড়ুয়া রাজু, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. হোসাইন মাহমুদ।
দিশারী খেলাঘর আসরের সহ সভাপতি শিমুল দে, সাধারণ সম্পাদক শ্রীচরণ বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নাজমা আকতার, প্রচার প্রকাশনা সম্পাদক তুর্ণা বিশ্বাস,ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক প্রবীর শীল, সাহিত্য সম্পাদক আবদুল্লাহ ফাহিম, চারু ও কারু কলা সম্পাদক তাসমিনা আকতার মুন্নি, সমাজ কল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানা,জান্নাতুল ফেরদৌস, সানজিদা আকতার লিজা, প্রিয়া নাথ, অন্তু ধর, ফারিহা নাঈম ঐশী,সাইবা আকতার, পূর্বাশা খেলাঘর আসরের রিয়া দেবী, আকাশ নাথ, সৈকত বসাক, নয়ন নাথ, অসিম নাথ, রানা নাথ প্রমুখ।
আপনার মতামত লিখুন