রাউজানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে সড়ক দূর্ঘটনায় ৬ যাত্রী আহত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জানালী হাট ব্রিজের পশ্চিম পার্শ্বে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেলে রাউজান জলিলনগর থেকে শহর অভিমুখে ছেড়ে যাওয়া একটি বাস ( ঢাকা মেট্রো-ব-১১-১১০৩) চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের জানালী হাটের ব্রিজের পশ্চিম পার্শ্বে পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজি অটো রিক্সার(চট্টগ্রাম-থ-১৪-২০৮৯)সাথে মুথোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৬ যাত্রী আহত হয়।এ সময় স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে গহিরাস্থ জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, সিএনজি টেক্সী চালক ও ব্রাহ্মণ বাড়িয়া জেলার তারু মিয়ার ছেলে মো. কামাল (৩২), হলদিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার নুর হোসেনের ছেলে মাওলানা আলমগীর হোসেন (৬৫), গহিরা ইউনিয়নের মতি ডাক্তার বাড়ীর প্রবাসী সমীরের স্ত্রী রিপা শর্মা (৩৫) ও তার ছেলে অর্ক শার্মা (৮), ফটিকছড়ি উপজেলার ভূজপুর নারায়ণহাট এলাকার আনোয়ারের পুত্র আরাফ (৩০) এবং গহিরা ইউনিয়নের অসি মিয়া সওদাগর বাড়ির ফিরোজ সওদাগরের পুত্র জিয়াউদ্দিন বাবলু (৩৫)। জিয়াউদ্দিন বাবলু ফটিকছড়ি উপজেলার বাদশা মিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বলে জানা গেছে।
আহতদের মধ্যে মাওলানা আলমগীর হোসেন ও জিয়াউদ্দিন বাবলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন