খুঁজুন
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিরল রোগে আক্রান্ত সীতাকুণ্ডের দুই ভাই-বোন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ১:৪৩ অপরাহ্ণ
বিরল রোগে আক্রান্ত সীতাকুণ্ডের দুই ভাই-বোন

-রোগে-আক্রান্ত-সীতাকুণ্ডের-ভাই-বোন

সুস্থ স্বাভাবিকভাবে সবার মতো বেড়ে উঠছিলো মিথিলা ও মারুফ নামে দুই ভাই-বোন। কিন্তু বয়স তের, ঠিক তখন থেকে তারা আক্রান্ত হয় বিরল এক রোগে। যে রোগ থেকে মুক্তি মেলেনি ১৫ বছরেও।

মা-বাবা বলেছেন অজ্ঞাত রোগ। কেউ বলছে জেনেটিক, আবার কেউ বলছে অবশজনিত রোগ। তবে এ দুই ভাই বোন প্রকৃত পক্ষে কী রোগে আক্রান্ত হয়েছে তা এখনো বলতে পারছে না তাদের পরিবারের সদস্যরা।

সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর গ্রামের মঞ্জুর কাদের সাথে ১৯৮৯ সালে ৮ ফেব্রুয়ারি কর্নেলহাটের বাসিন্দা মুক্তার বেগমের বিয়ে হয়। তাদের রয়েছে দুই মেয়ে, এক ছেলে । ১৯৯০ সালে ২৭ জানুয়ারি প্রথম মেয়ে মিথিলা কাদের ও ১৯৯৩ সালে ৩ মার্চ দ্বিতীয় ছেলে মঞ্জুর কাদেরের জন্ম হয়। জন্মের পর তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠছিলো।

যখন তারা সপ্তম শ্রেণিতে উঠে তখন থেকে এ রোগে আক্রান্ত হয়। তবে তৃতীয় মেয়ে ইসমত আরা ইতি ২১ বছর হলেও সুস্থ আছে। চিকিৎসকরা তাদের বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান তাদের মা মুক্তার বেগম।

তিনি রোগ প্রসঙ্গে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, প্রথমে পা দুইটিতে খিচুনি আসে, এরপর বাম হাত কাঁপতে থাকে তাদের। পরবর্তীতে হাত ও পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে স্বাভাবিক চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারে না। একাধিক চিকিৎসক চিকিৎসা করলেও দীর্ঘ ১৫বছরেও কোন পরিবর্তন হয়নি। বরং দিনের পর দিন তাদের চলাফেরা ও খাওয়া-দাওয়া সংকুচিত হচ্ছে।

তাদের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে যাওয়ার কোন রাস্তা নেই। অন্য একজনের বাড়ির পাশে দিয়ে যেতে হয় তাদের ঘরে। জরাজীর্ণ একটি টিনের ঘরে তাদের বসবাস। ঘরের সামনে হুইল চেয়ারে বসে আছে মিথিলা ও মারুফ। কথা বলতে পারে না। ক্র্যাচ দিয়েও চলাফেরা করা খুবই কষ্টকর।

মা মুক্তার বেগম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তার স্বামী মঞ্জুর কাদের শিপ ব্রেকিং ইয়ার্ডে ব্যবসা করত। এতে লোকসানে পড়লে পরবর্তীতে পোল্ট্রি ফার্মের ব্যবসায় জড়িত হয়। তাদের চিকিৎসায় ব্যবসার পুঁজি চলে যায়। এখন সে চট্টগ্রাম আদালতে আইনজীবীর সহকারি হিসাবে কাজ করছে।

তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকবার দুই সন্তানকে বিভিন্ন চিকিৎসককে দেখানো হয়েছে। চট্টগ্রামের নার্ভ ও মেরুদন্ড বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শওকত হোসেনকেও দেখানো হয়েছে। চিকিৎসকরা সঠিক রোগ নির্ণয় করতে পারেননি। তবে তারা বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দেন।

কিন্তু তাদের এখন সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে। তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকার দরকার, যা তাদের পক্ষে সম্ভব নয়। তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছে অসহায় পিতা মাতা।

Feb2

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এসেছেন তিনি। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।

পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ
মাগুরার সেই শিশুটি না ফেরার দেশে

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।