কমলনগরে পত্রিকা হকার ও কর্মহীন অসহায়দের মাঝে রিপোর্টার্স ক্লাব’র ত্রাণ বিতরণ

অ আ আবীর আআকাশ,লক্ষ্মীপুর ::: লক্ষ্মীপুরের কমলনগরে পত্রিকার হকারদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কমলনগর রিপোর্টার্স ক্লাব।
বুধবার (৮এপ্রিল) বেলা ১২টায় কমলনগর রিপোর্টার্স ক্লাবের সামনে হকার ও ক্ষতিগস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। দীর্ঘ ৩৭বছরের হকার আবদুর রব, আব্দুল বাতেন, মোঃ বাহার সহ করোনায় কর্মহীন বেকারদের মাঝে।
করোনা বেকার হকারের উদ্দেশ্যে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব বলেন, পত্রিকা বন্ধ হওয়ায় আমরা আপনাদের যা ক্ষতি হয়েছে তা হয়তো পুষিয়ে দিতে পারবো না। শুধু মাত্র চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়াতে, যার মাধ্যমে আপনারা সামান্য ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।
তিনি আরো বলেন, আমরা করোনায় ক্ষতিগস্তদের আরও সহযোগিতা করার চেষ্টা করবো।
রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রতিজনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, আধা কেজি মশারির ডাল,১ পিস সাবান বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ ইসমাইল হোসাইন বিপ্লব, শরিফুল ইসলাম (বাবলু বাংলা) সাধারন সম্পাদক কমলনগর রিপোর্টার্স ক্লাব, কোষাধ্যক্ষ এ আই তারেক,প্রচার সম্পাদক নুর হোসেন,দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ, সমাজসেবা বিষয়ক সম্পাদক শ্রীবাস দাস প্রমুখ।
আপনার মতামত লিখুন