করোনাকালের কসাই! ৪৪ টাকার স্যাভলন ২শ টাকা!

২৪ ঘণ্টা ডট নিউজ। আশরাফ উদ্দিন,মিরসরাই প্রতিনিধি || মিরসরাইতে ৪৪ টাকার স্যাভলন কারো কাছে বিক্রয় হচ্ছে ৮০ টাকা, ১শ টাকা আবার সে একই সেভলন লোক বুঝে বিক্রয় হচ্ছে ২শ টাকা।
সেভলনের এমন তারতম্য তেলেসমাতির দামের কারনে মিরসরাই বারৈয়ারহাট আর এক্স পয়েন্ট নামক এক ঔষধ ফার্মেসিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন মিরসরাই উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দুইজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভুক্তভোগী ক্রেতাটি এসব মুনাফালোভী ব্যবসায়িদের উদ্দেশ্যে বলেন এরা ব্যাবসায়ি নন এরা করোনা কালের কসাই।
ইউএনও রুহুল অমিন জানান, এক মাইক্রো চালক ও এক পুলিশ সদস্যের কাছে নির্ধারিত মূল্যৃর চেয়ে বেশি দাম রাখার অভিযোগ পেয়ে ওই আর এক্স পয়েন্ট নামক ফার্মেসিতে গিয়ে তার সত্যতা পাওয়া যায় তাই তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে ।
তবে আর এক্স মালিকের পক্ষ থেকে দাবি করা হয় তাদের ক্রয় মূল্য বেশি হওয়ার কারনে নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে হয়।
সরেজমিনে দেখা যায়, এসি আই কম্পানির ১শ১২ এমএল এক বোতল স্যাভলনের গায়ে কোম্পানির নির্ধারিত মূল্য লেখা আছে ৪৪ টাকা কিন্তু লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেটি। ক্রেতার কাছ থেকে মূল্য নেওয়া হচছে ইচ্ছে মতো।
ক্রেতা এক মাইক্রো চালক তার কাছ থেকে নেওয়া হয়েছে একশত টাকা অপর দিকে এক পুলিশ সদস্য বলেন তার থেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও ক্রয় মূল্য বেশি বলে আশি টাকা নেওয়া হয়েছে।
উল্লেখ্য করোনা ভাইরাসের কারনে স্যাভলন এখন প্রায় সোনার হরিণ। উপজেলার কোন ফার্মেসিতে স্যাভলন নেই বল্লেই চলে। যদি থেকেও থাকে তবে লোক বুঝে বেশি দামে বিক্রি করে ।
২৪ ঘণ্টা/ আর এস পি
আপনার মতামত লিখুন