জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মাঠে নামান (ভিডিও)

করোনা ভাইরাসের কারণে বিরাজমান পরিস্থিতিতে ত্রাণ বিতরণে দেশের বিভিন্ন জায়গায় অনিয়মের খবর প্রকাশিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মাঠে নামানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ২৪ ঘন্টা ডট নিউজের পাঠকদের জন্য নিম্নে তা হুবহু তুলে ধরা হলো:
প্রিয় প্রধানমন্ত্রী———–
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সারাদেশে ৬৮৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। অন্যদিকে দেশে ৬৪ টি জেলায় উপজেলা আছে ৪৯২ টি । কাজেই প্রতিটি উপজেলায় একজন করে অন্তত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে ত্রাণ কার্যক্রম মনিটরিং নিশ্চিত করা সম্ভব।
নগণ্য কিছু ব্যতিক্রম বাদ দিয়ে জুডিশিয়াল সার্ভিসের ব্যাপক সুনাম রয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধ বিচার, ১০ ট্রাক অস্ত্র মামলা, জঙ্গিবিরোধী মামলাগুলোকে চাঞ্চল্যকর প্রায় সবকটি মামলায় বিচারিক কার্যক্রমে জড়িতদের সুনাম রয়েছে । তাঁরা রাষ্ট্রের কাছে জনগণের কাছে পরীক্ষিত, নির্ভরযোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সমন্বিত ত্রাণ কাজের উপর গুরুত্বারোপ করেছেন, সেখানে রাষ্টের পরীক্ষিত সবল এই ভিত্তিমূল জুডিশিয়ারিকে মাঠে কাজে লাগানো প্রয়োজন। রাষ্ট্রীয় ছুটির আওতায় বিচারিক আদালতে যখন কার্যক্রম নেই, তখন তাঁদের এই সুসংঘটিত শক্তিকে মাঠ পর্যায়ে মনিটরিং কাজে নিবেদিত করা গেলে সরকারের কাজের স্বচ্ছতা নিশ্চিত হবে।
— রিয়াজ হায়দার চৌধুরী
আপনার মতামত লিখুন