আমিরাতে নতুন করে করোনা আক্রান্ত ৪৩২ জন, মৃত্যু ৫

ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::গতকাল পর্যন্ত ৭ লক্ষ ৬৭ হাজার চেয়েও অধিক করোনা পরীক্ষা করা হয়েছে আমিরাতে। নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৪৩২ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১০১ জন এবং আরো ৫ জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৩৬৫ জন। সুস্থ হয়েছেন ১০৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৩ জনের।
যারা সুস্থ হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে ঠিক ভাবে এক্সারসাইজের ও রোগীদের দৃঢ় মনোবলের কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সবার শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক সুস্থতর দিকেও খেয়াল রাখতে হবে।
আমিরাত সরকার গোটা দেশ জুড়ে সব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
আপনার মতামত লিখুন